নোটিস বোর্ড

আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক

আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক "নাগরিক সাংবাদিক বাংলাদেশ" এর স্পর্শে। নগর ও নাগরিক সমস্যা সহ যে কোন বিষয়ে আপনার লেখে ছবি...

নাগরিরক সাংবাদিক বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নাগরিরক সাংবাদিক বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

কিছু মেয়ের শেষ চিঠি'টা হয়তো এমন হবে👇👇

কিছু মেয়ের শেষ চিঠি'টা হয়তো এমন হবে👇👇

আমার বিয়ে তোমার সাথে হবেনা 😊অন্য কারো সাথে হবে যাকে চিনিনা জানিনা।
লেখক মেহরাব নাঈম
আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছোঁবে আমি চাইলেও কিছু করতে পারবনা ঐ শক্তি আমার থাকবেনা । আমার অনেক ঘৃণা লাগবে কারন আমাকে যে অন্য কারো ছোঁয়ার কথা ছিল যখন তাকিয়ে দেখবো এটা সে না অন্য কেউ। আমি কান্না করবো তখন সে ভাববে আমি সুখের কান্না করছি। কিন্তু সে বুঝবেনা এভাবে প্রতিদিন একেকটা রাত হবে আমার কাছে ধর্ষণের রাত।

কিন্তু তখন আমার যে কিছুই করার নেই। আমি যে একটা কাগজে সাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি। প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে। কিন্তু আমি তো তোমার ফ্যামেলি নিয়ে স্বপ্ন দেখেছিলাম। তাদের মন জয়ের স্বপ্ন দেখেছিলাম অথচ দেখো কিছুই হলোনা।

একসময় আমি এসবে অভ্যস্ত হয়ে যাবো। তারপর হঠাৎ একদিন জানবো আমি মা হবো। এটা তো নারীর জীবনের সবচাইতে সুখের দিন, কিন্তু আসলেই কি আমি ঐদিন সুখি হবো.....?

না হবোনা। চিৎকার করে কাঁদতে ইচ্ছা হবে কারণ বাচ্চাটা আমার ভালোবাসার চিহ্ন না। তাও ওকে দুনিয়ায় আনতে হবে কারন ওর তো আর কোনো দোষ নেই। ও ভুমিষ্ট হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে। একসময় ওকে বড়ো করা, স্কুলে নিয়ে যাওয়া, ওকে মানুষের মত মানুষ বানাতে গিয়ে কখন যে ৫০ পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারবোনা।

এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে লুকিয়ে লুকিয়ে কাঁদবো, তারপর দীর্ঘশাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাবো। এভাবেই সময় কেটে যাবে। তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যেই চলে যাবো পরকালে। হয়তো তুমি সেদিন জানবেনা। হয়তো আমার কথা মনে করে তুমিও কোনো বর্ষামূখর দিনে চোখ ভিজাবে । না হয় ভিজাবেনা।

কিন্তু আমার মনের সেই কষ্টগুলো অব্যক্তই থেকে যাবে........
তবুও তুমি ভালো থেকো....💑

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

ডিজিটাল উন্নয়ন চিত্র দেখাটা আপনার নাগরিক অধিকার - ওসমান গনি


                 ডিজিটাল উন্নয়ন চিত্র দেখাটা আপনার নাগরিক অধিকার - ওসমান গনি

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

মোবাইল সাংবাদিকতা - উইকিপিডিয়া
মোবাইল_সাংবাদিকতা
মোবাইল সাংবাদিকতা বর্তমানে দ্রুত এবং জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম যার সহায়তায় প্রতিবেদক বিভিন্ন ধরনের বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে এবং ইন্টারনেটের ... একজন প্রতিবেদকের মতোই বিভিন্ন সময়ে  বা মোবাইল সাংবাদিক, ফ্রিল্যান্স সাংবাদিকও হতে পারেন যিনি ডিজিটাল ক্যামেরা এবং ক্যামকর্ডার, ল্যাপটপ, কম্পিউটার

মোবাইল সাংবাদিকতার ভবিষ্যৎ উজ্জ্বল -মতামত › সাক্ষাৎকার
১৯ জুন, ২০১৯ - ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার সাংবাদিক ইউসুফ ওমর সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গণমাধ্যম 'হ্যাশট্যাগ আওয়ার স্টোরিজ'–এর সহযোগী প্রতিষ্ঠাতা। সিএনএনে সিনিয়র সোশ্যাল মিডিয়া রিপোর্টার ও হিন্দুস্তান টাইমস-এ মোবাইল এডিটর হিসেবে কাজ করেছেন। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে প্রথম আলোর কার্যালয় পরিদর্শন

মোবাইল সাংবাদিকতায় বাংলাদেশের সম্ভাবনা - মতামত › বিবিধ
২৬ মার্চ, ২০১৫ - মোবাইল প্রযুক্তি ব্যবহার করে দেশের গণমাধ্যমগুলো তাদের কনটেন্ট পরিষেবা আরও বাড়াতে পারে। চর্চা করতে পারে মোবাইল সাংবাদিকতা। একজন সাংবাদিক, যিনি স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ইলেকট্রনিকস প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের কাজ করে থাকেন, তাঁকেই 'মোবাইল সাংবাদিক' বা সংক্ষেপে মোজো ...

মোবাইল সাংবাদিকতা গাইড: যেভাবে আপনিও হতে পারেন মোজো!
মোবাইল-সাংবাদিকতা-গাইড/

জিআইজেএনের মোজো ওয়ার্কিং কলামে মোবাইল ডিভাইস ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির নানান পরামর্শ দেয়া হয়েছে। আমাদের বিশেষজ্ঞ ইভো বুরাম অস্ট্রেলিয়া-ভিত্তিক একজন পুরষ্কারজয়ী সাংবাদিক। টিভি প্রযোজক, লেখক, নির্দেশক এবং নির্বাহী প্রযোজক হিসেবে তাঁর রয়েছে ৩০ বছরের অভিজ্ঞতা। বুরাম জিআইজেএন সম্মেলনগুলোতে নিয়মিত ...

বুধবার, ১৭ জুলাই, ২০১৯

আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক


আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক "নাগরিক সাংবাদিক বাংলাদেশ" এর স্পর্শে। নগর ও নাগরিক সমস্যা সহ যে কোন বিষয়ে আপনার লেখে ছবি ও ভিডিও শেয়ার করুন। আপনার লেখা, ছবি ও ভিডিও প্রকাশ করা হবে "নাগরিক সাংবাদিক বাংলাদেশ" ওয়েব সাইটে। আপনার লেখা ছবি পাঠাতে যোগাযোগ করুন নাগরিক সাংবাদিক বাংলাদেশ ফেইসবুক গ্রুপ অথবা নাগরিক সাংবাদিক বাংলাদেশ ওয়েবসাইটের যোগাযোগ ফরমে অথবা সরাসির আপনার সামগ্রী ই-মেইল করুন cakrirbazar@gmail.com এ।

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পরেছিলো বাচ্চাটি

এরকম দৃশ্য আমাদের কাছে নতুন নয় কিন্তু তারপরও দৃশ্যটি আমাদের কাছে বরাবরের মতোই অসাধারন বলে মনে হয়।

ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পরেছিলো বাচ্চাটি ! আমাদের স্বেচ্ছাসেবকেরা নিয়মিতভাবে এই স্পটে খাবার দিয়ে থাকে, তারা যখন এই স্পটে পৌঁছায় তখন বাচ্চাটি গভীর ঘুমে মগ্ন ! বাচ্চার মায়ের হাতে খাবারের প্যাকেট দেওয়ার পরে তিনি খাবারের বক্সটি ঘুমন্ত বাচ্চার পাসে রেখে দেন এই আশায়, যেন তার সোনামনিটা ঘুম থেকে উঠে চোখের সামনে খাবার দেখে আনন্দিত হয় !

এরকম সারপ্রাইজিং ঘটনা আমরা এর আগেও দেখেছি ! আমরা দেখেছি দারীদ্রতা মানুষের সব কিছু কেড়ে নিলেও মায়ের মমতার কাছে হাড় মেনেছে।

ভিজুয়াল স্টোরী টেলার
#প্রজেক্ট_একটাকায়_খাবার
ছবির হাট সংস্থার একটি প্রজেক্ট
লেখক নাগরিক সাংবাদিক সুরঞ্জনা মায়া
#প্রজেক্ট_এক-টাকায়_খাবার
#প্রজেক্ট_এক-টাকায়_খাবার
আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

সুবিধাবাদী বর্ণচোরা মিউজিক ইন্ডাস্ট্রিতে গুনী মানুষের অভাব নাই - নাগরিক সাংবাদিক বাংলাদেশ

সুবিধাবাদী বর্ণচোরা এই মিউজিক ইন্ডাস্ট্রিতে গুনী মানুষের অভাব নাই, অভাব রয়েছে ভাল মানুষের। চলনে বললে মননে একজন আদর্শ ভদ্রলোক দেশসেরা গীতিকার শহীদুল্লাহ্ ফরায়েজী ভাই। ২০০২ সালে আমার তুমুল ব্যস্ততায় একদিন উনি বললেন আমার জন্য গান লিখেবেন কিনা। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। সুর এবং কম্পোজিশনের ব্যাপারে জিজ্ঞেস করতেই আমি ব্যাপারটা উনার উপর ছেড়ে দিলাম। তিনি সংগীত পরিচালক আজাদ মিন্টু ভাই, প্রয়াত বারী সিদ্দিকী ভাই এবং মনি জামান ভাইকে নিয়ে কাজ শুরু করলেন। তারপর বাকী সব ইতিহাস, ইন্ডাস্ট্রি পেতে শুরু করল একের পর এক জনপ্রিয় গান, যেগুলো এখনো মানুষের মুখে মুখে। ঐ সমস্ত গান গুলো ভিউতে নয়, গেঁথে আছে মানুষের মনে।

অনেক মিক্সড এ্যালবাম হলেও সলো এ্যালবামে গান হচ্ছিলো না ফরায়েজী ভাইয়ের। পরে 'অপরূপা' গানটি তিনি উপহার হিসেবে দিয়েছিলেন আমাকে। ব্যক্তি জীবনে সহজ সরল মানুষটি আমার একজন গুরুত্বপূর্ণ অভিভাবক, আমরা একসাথে অনেক মননশীল আড্ডা দিয়েছি। তিনি একজন নিবেদিত প্রান সংস্কৃতি কর্মী। একজন গবেষক। একজন অদ্ভুত ধরনের গীতিকবি, গানে উনার খুঁজে বের করা কথাগুলো মাথার উপর দিয়ে যায় মাঝে মাঝে।

আজ আমাদের প্রিয় শহীদুল্লাহ্ ফরায়েজী ভাইয়ের শুভ জন্মদিন। ব্যক্তিজীবনে চিরকুমার এই মানুষটিকে আমি ব্যক্তিগত ভাবে অনেক শ্রদ্ধা করি। উনার শারীরিক সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করি। শুভ জন্মদিন ফরায়েজী ভাই...

ভালবাসা অবিরাম...
লেখক আসিফ আকবর
আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

রাস্তার নাগরিক সমস্যা আমাদের সমাধান করতে হবে

নাগরিক সাংবাদিকতা ইত্যাদির সৌজন্যে - নাগরিক সাংবাদিক বাংলাদেশ



আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

নাগরিক সাংবাদিক বাংলাদেশ,নাগরিক সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা, সিটিজেন জার্নালিস্ট বাংলাদেশ, সিটিজেন জার্নালজম বাংলাদেশ, Citizen Journalists Bangladesh, Citizen Journalism, Mobile Journalism, Citizen Journalist Bangladesh, Citizen Journalism Bangladesh, nagorik sangbadik bangladesh, mobail sangbadik bangladesh, nagorik sangbatikota,

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

To the person or persons that robbed my truck last night..

To the person or persons that robbed my truck last night..

Writer Kyle Kennedy
I truly hope you enjoy all my gym gear as I have over the years and my wallet. It was more than just a bag.. shoes.. headphones and supplements.. when I wore all of that and used it I was always at my happy place.. i was always being the best me i could be when those things were with me. Of course i can acquire these things again but it's the principle of it. This has been twice in 3 months I have been robbed.. my home and now my vehicle.. and both occurrences has gotten me down mentally but you just have to keep moving forward and let things go. I will state i thought i had locked my truck and it was not and that's on me. So this is just a reminder to all to be safe.. be cautious.. always be aware of your surroundings and lock up.. and if you've been where I am.. stay positive.. things happen for a reason even if it makes no sense at all in the moments. One foot in front of the other and keep your mind and body healthy! Remember what you have control over at what you do not! Ps if anyone lives or was around the downtown 3rd st area last night pls check your vehicle's!

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

ধন্যবাদ শরৎবাবু, আমাকে কৈশোরে নিয়ে যাওয়ার জন্য

লেখক ইফতেখার হোসাঈন শামীম
লেখক ইফতেখার হোসাঈন শামীম
হুমায়ূন নেশায় বুঁদ হয়ে ছিলাম, শরৎবাবুর মেজদিদি পড়তে ইচ্ছে হচ্ছিলো না। এদিকে "জল জোছনা" শেষে হুমায়ূনের আর কোনো বইও আমার কাছে ছিলো না। অবশেষে একপ্রকার বাধ্য হয়েই "মেজদিদি" হাতে নিলাম। গল্পের ভিতর সে কি সম্মোহনী শক্তি, প্রতিটি লাইনেই চোখ থেকে অশ্রু ঝরছিলো।

আমার স্পষ্ট মনে আছে, যখন ক্লাস সিক্স, সেভেন এবং এইটে পড়তাম, তখন বাংলাসাহিত্যের অধিকাংশ বই'ই পাঠ করেছি। ট্র্যাজেডির বইগুলো পড়ার সময় আমি ভীষণ কাদঁতাম, চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরতো।
আজ দীর্ঘদিন পর মনে হলো, আমি সেই দিনগুলোতে ফিরে গেছি। অথচ শেষ দুই বছরে আমি কান্না'কে ভুলে গিয়েছিলাম।

যত'ই শোক কিংবা বিরহ আসুক, কাঁদতে পারতাম না।
ধন্যবাদ শরৎবাবু, আমাকে কৈশোরে নিয়ে যাওয়ার জন্য।

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

কবিতা - কেউ একটা তো চাই-ই

কবি সুমাইয়া সুমি
কেউ একটা তো চাই-ই
                 কবি সুমাইয়া সুমি

কেউ একটা তো চাই-ই, টিপ সরে গেলে
আয়নার মতো বলবে 'টিপ বাঁকা পরেছ।'
চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে।

কেউ একটা তো চাই-ই, পিছু ডাকবে
বলবে 'সাবধানে যেয়ো।'

কেউ একটা তো চাই-ই, ঘড়ির কাঁটার মতো
কাছে থাকবে। অভিমান দেখলেই বলবে,
'সবুজ পাতা তোমাকে ভালোবাসি।'

কেউ একটা তো চাই-ই, ভুল গুলোকে
শুধুই বকবে না। কাছে টেনে বলবে 'বোকা মেয়েটা,
আর কিছু ভালো রাখা যত্ন নিয়ো।'

কেউ একটা তো চাই-ই, খোলা জানালার মতো
আমাকে আকাশ দেখাবে। বলবে 'এখানে ঠিকানা রেখে
তুমি পাখি হয়ে যাও।'

কেউ একটা তো চাই-ই, হাওয়ার শিসের মতো
কানে এসে বলবে 'আমাকে ছাড়া কারো
প্রেমে পড়তে নেই।'

কেউ একটা তো চাই-ই, শাসন করবে আমার
খুচরো বিষাদ, আর আমাকে লুঠতে আসা
ডাকাত স্মৃতি।

কেউ একটা তো চাইই, গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে
শীতলপাটি, বলবে 'এই বুকের মধ্যে তোমাকে
বসতে দিলাম।'

কেউ একটা তো চাই-ই, কাছে থাকবে
"তুমি" বললেই যেমন দুঠোঁটে দুঠোঁট মেশে।

কেউ তো একটা চাই-ই, কিছুটা সে তাঁর মতো থাক,
কিছুটা আমার মতো হবে।

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

জার্মানি এর বন শহরে একটি খোলা বাজার - নাগরিক সাংবাদিক বাংলাদেশ




আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

মোবাইল সাংবাদিকতার ভবিষ্যৎ উজ্জ্বল -মতামত › সাক্ষাৎকার ১৯ জুন, ২০১৯ - ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার সাংবাদিক ইউসুফ ওমর সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গণমাধ্যম 'হ্যাশট্যাগ আওয়ার স্টোরিজ'–এর সহযোগী প্রতিষ্ঠাতা। সিএনএনে সিনিয়র সোশ্যাল মিডিয়া রিপোর্টার ও হিন্দুস্তান টাইমস-এ মোবাইল এডিটর হিসেবে কাজ করেছেন। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে প্রথম আলোর কার্যালয় পরিদর্শন ... মোবাইল সাংবাদিকতায় বাংলাদেশের সম্ভাবনা - ২৬ মার্চ, ২০১৫ - মোবাইল প্রযুক্তি ব্যবহার করে দেশের গণমাধ্যমগুলো তাদের কনটেন্ট পরিষেবা আরও বাড়াতে পারে। চর্চা করতে পারে মোবাইল সাংবাদিকতা। একজন সাংবাদিক, যিনি স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ইলেকট্রনিকস প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের কাজ করে থাকেন, তাঁকেই 'মোবাইল সাংবাদিক' বা সংক্ষেপে মোজো ... মোবাইল সাংবাদিকতা - উইকিপিডিয়া মোবাইল_সাংবাদিকতা মোবাইল সাংবাদিকতা বর্তমানে দ্রুত এবং জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম যার সহায়তায় প্রতিবেদক বিভিন্ন ধরনের বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে এবং ইন্টারনেটের ... একজন প্রতিবেদকের মতোই বিভিন্ন সময়ে mojos বা মোবাইল সাংবাদিক, ফ্রিল্যান্স সাংবাদিকও হতে পারেন যিনি ডিজিটাল ক্যামেরা এবং ক্যামকর্ডার, ল্যাপটপ, কম্পিউটার, ... মোবাইল সাংবাদিকতা গাইড: যেভাবে আপনিও হতে পারেন মোজো! মোবাইল-সাংবাদিকতা-গাইড/ জিআইজেএনের মোজো ওয়ার্কিং কলামে মোবাইল ডিভাইস ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির নানান পরামর্শ দেয়া হয়েছে। আমাদের বিশেষজ্ঞ ইভো বুরাম অস্ট্রেলিয়া-ভিত্তিক একজন পুরষ্কারজয়ী সাংবাদিক। টিভি প্রযোজক, লেখক, নির্দেশক এবং নির্বাহী প্রযোজক হিসেবে তাঁর রয়েছে ৩০ বছরের অভিজ্ঞতা। বুরাম জিআইজেএন সম্মেলনগুলোতে নিয়মিত ... বিভিন্ন সাংবাদিকদের মোবাইল নম্বর - সাদুল্লাপুর উপজেলা প্রভাতের আলোসংবাদ কণিকাছবি. সাংবাদিকদের নাম ও মোবাইল নম্বর - দেবীগঞ্জ উপজেলা debiganj.panchagarh.gov.bd/.../সাংবাদিকদের%20নাম%20ও%20মোবাইল%2... পাতা ক্রমিক নং নাম গ্রাম পদবী পত্রিকা মোবাইল 01 মোঃ জাকির হোসেন (রাজু) সবুজ পাড়া, দেবীগঞ্জ,পঞ্চগড়। সাংবাদিক ইত্তেফাক,করতোয়া, The Independent 01711479961 02 মোঃ. রাবিতে আসছেন বিশ্বখ্যাত মোবাইল সাংবাদিক ইউসুফ ওমর - অনুধ্যান www.anudhyanmcj.com/রাবিতে-আসছেন...মোবাইল-সাংবাদিক...ওমর/95 আন্তর্জাতিক পুরষ্কার বিজয়ী বিখ্যাত দুই মোবাইল সাংবাদিক ইউছুফ ওমর এবং সুমাইয়া ওমর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোবাইল জার্নালিজম বিষয়ক কর্মশালা পরিচালনা করতে আসছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে আগামি ২৫শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিনস ... মোবাইল সাংবাদিক সার্চগুলি মোবাইল সাংবাদিক-এর সাথে জড়িত মোবাইল জার্নালিজম ঢাকার সাংবাদিকদের মোবাইল নাম্বার সাংবাদিকদের মোবাইল নম্বর সাংবাদিক মোবাইল নাম্বার বাংলাদেশ সাংবাদিক মোবাইল নাম্বার সাংবাদিকদের মোবাইল নাম্বার ঢাকা সাংবাদিকের ফোন নাম্বার সাংবাদিকতার সংজ্ঞা

বিশ্বের সেরা জাতীয় পতাকার তালিকায় বাংলাদেশের পতাকা - নাগরির সাংবাদিক বাংলাদেশ

নাগরির সাংবাদিক বাংলাদেশ / Citizen journalist Bangladesh
বিশ্বের সেরা দশটি জাতীয় প্রতাকা
আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

আমাদের জাতীয় পতাকা শুধু এক টুকরো কাপড় নয়। এতে জড়িয়ে থাকে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আত্মত্যাগের বীরত্ব কাহিনী। দেশের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা।

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের সেরা অর্থবহ পতাকার তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশ। তালিকার ১০টি দেশের জাতীয় পতাকার গড়ন ও অর্থের সঙ্গে জড়িয়ে আছে দেশগুলোর ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও বীরত্ব।

বাংলাদেশের পতাকাঃ বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং এদেশের প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। আর সবুজের মাঝে থাকা লাল বৃত্ত উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এ নকশা ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে অনুমোদিত হয়।

যুক্তরাজ্যঃ দেশটির ‘ইউনিয়ন জ্যাক’ নামে পরিচিত বিশ্বের অন্যতম প্রাচীন পতাকায় মূলত তিনটি ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস তিনটি দেশের ধর্মযাজকদের প্রতিনিধিত্ব করে। আর মোটা লাল দাগ ইংল্যান্ড ও ওয়েলসের সেন্ট জর্জের ক্রস, সাদা রং স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রু ক্রস ও আড়াআড়ি লাল দাগ উত্তরাঞ্চলীয় আয়ারল্যান্ডের সেন্ট প্যাট্রিক ক্রস নির্দেশ করে। ১৮০১ সালে এ নকশার পতাকা গ্রহণ করা হয়।

যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের নতুন পতাকার আরেক নাম ‘দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপ’।এই পতাকার নকশা অনেকবার পরিবর্তিত হয়ে ১৭৭৫ সালে বর্তমান রূপ ধারণ করে। এর ১৩টি আনুভূমিক লাল দাগ প্রথম ১৩টি রাজ্যকে নির্দেশ করে। পতাকার ৫০টি তারকা চিহ্ন ৫০টি প্রদেশের প্রতীক। লাল রং দৃঢ়তা ও বীরত্বের প্রতীক, আর নীল রং সতর্কতা ও ন্যায়বিচারের প্রতীক।

ফ্রান্সঃ ১৭৯৪ সালে ফ্রান্স নীল-সাদা-লাল রঙয়ের পতাকা গ্রহণ করে। এর তিনটি রং ফরাসি বিপ্লবের আদর্শ স্বরূপ স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের প্রতীক। আর নীল ও লাল রং প্যারিসের প্রতীক। পতাকায় থাকা সাদা রং ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত ফ্রান্স শাসন করা বার্বন রাজবংশের সম্মানার্থে রাখা হয়েছে।

কানাডাঃ ১৯৬৫ সালে ম্যাপল পাতার নকশায় কানাডার বিখ্যাত পতাকা সরকারি স্বীকৃতি পায়। বিখ্যাত ১১ কোণা বিশিষ্ট পাতাটি কানাডার সাংস্কৃতিক ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের প্রতীক। এছাড়া পতাকার লাল-সাদা রং আশা, উন্নতি, শান্তি ও নিরপেক্ষতার প্রতীক।

অস্ট্রেলিয়াঃ দেশটির পতাকার রং নীল। এতে তিন ধরনের প্রতীক দেখা যায়। বাম পাশে উপরে ব্রিটেনের পতাকা, এর নিচে সাত কোণা বিশিষ্ট সাদা তারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক। এটিসহ মোট ছয়টি তারা ছয়টি রাজ্যের ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

দক্ষিণ আফ্রিকাঃ ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলার কারামুক্তি উপলক্ষে নতুন পতাকা ধারণ করে। ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের রঙয়ের সঙ্গে মিলিয়ে পতাকার কালো, সবুজ ও লাল রং নেওয়া হয়েছে। ট্রান্সভাল রাজ্যের পুরোনো পতাকা থেকে লাল, সাদা ও নীল নেওয়া হয়েছে। আর ইংরেজি ওয়াই বর্ণের আকৃতি দেশটির সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচায়ক।

ব্রাজিলঃ ব্রাজিলের পতাকার সবুজ অংশ দেশটির বিশাল বনভূমি ও শস্যক্ষেত্রের প্রতিনিধিত্ব করে। আর হলুদ ডায়মন্ড আকৃতির চিহ্ন দেশটির স্বর্ণখনির প্রতীক। মাঝের বড় নীল পৃথিবী ও এর ওপর ২৭টি তারকা ২৭টি রাজ্যের প্রতীক। আর পৃথিবীর ওপর লেখা ‘অরডেম ই প্রগ্রেসো’, যার অর্থ শৃঙ্খলা ও উন্নতি।

নেপালঃ দেশটির পতাকা কিছুটা ভিন্ন আকৃতির যা হিমালয়ের পর্বতচূড়া নির্দেশ করে। আর পতাকার নীল প্রান্ত শান্তির প্রতীক। পতাকায় থাকা লালচে রং দেশটির জাতীয় ফুল রোডোডেনড্রনের প্রতীক। আর আংশিক চাঁদ রাজ পরিবার ও সূর্য রানা পরিবারের প্রতিনিধিত্ব করে।

মালয়েশিয়াঃ পতাকার লাল, সাদা ও নীল রঙের অর্থ- দেশের জনগণ। হলুদ রঙের আংশিক চাঁদ ও তারা দেশটির রাষ্ট্রীয় ধর্ম ইসলামের পরিচায়ক। হলুদ রঙটি মালয় শাসকরা অন্য দেশের হাতে পরাধীন নয়- এটি মনে করিয়ে দিচ্ছে। লাল-সাদা রঙের ১৩টি দাগ ১৩টি রাজ্যের প্রতীক। আর ১৪তম দাগ রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক।

নাগরিক দ্বাবদ্ধতা থেকে আপনি হয়ে উঠুন নাগরির সাংবাদিক বাংলাদেশ
নাগরির সাংবাদিক বাংলাদেশ এ যোগ দিন

বিশ্বের সেরা জাতীয় পতাকার তালিকায় বাংলাদেশ - বিশ্বের-সেরা-জাতীয়-পতাকার-তালি...
৭ জুন, ২০১৯ - জাতীয় পতাকা শুধু এক টুকরো কাপড় নয়। এতে জড়িয়ে থাকে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আত্মত্যাগের বীরত্ব কাহিনী। দেশের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের সেরা অর্থবহ পতাকার তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশ। তালিকার ১০টি দেশের জাতীয় ...

বিশ্বের সেরা জাতীয় পতাকার তালিকায় বাংলাদেশের জাতীয় পতাকা
বিশ্বের-সেরা-জাতীয়-পতাকার-তালিকায়-ব...
৯ জুন, ২০১৯ - বিশ্বের সেরা জাতীয় পতাকার তালিকায় বাংলাদেশের জাতীয় পতাকা - আমাদের জাতীয় পতাকা শুধু এক টুকরো কাপড় নয়। এতে জড়িয়ে থাকে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আত্মত্যাগের বীরত্ব কাহিনী। দেশের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের সেরা.

বিশ্বের সেরা জাতীয় পতাকার তালিকার শীর্ষ দশে বাংলাদেশের পতাকা
বিশ্বের-সেরা-জাতীয়-পতাকার-তালিকার-শ...
১৩ জুন, ২০১৯ - বিশ্বের সেরা জাতীয় পতাকার তালিকার শীর্ষ দশে বাংলাদেশের পতাকা - নিউজ ডেস্ক: সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের দেশগুলোর সেরা অর্থবহ জাতীয় পতাকার তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় শীর্ষ দশে ঠাঁই পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। তালিকার শীর্ষ ১০টি দেশের জাতীয় পতাকার.

বিশ্বের সেরা দশটি জাতীয় প্রতাকা
The top 10 national flag in the world

সোমবার, ১৫ জুলাই, ২০১৯

#প্রজেক্ট_একটাকায়_খাবার - লেখক সুরঞ্জনা মায়া

নাগরিক সাংবাদিক বাংলাদেশ / Citizen journalist Bangladesh

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

যতোদিন পর্জন্ত শরীরে শক্তি ছিলো তিনি কাজ করে উপার্জন করেছেন। এখন শরীরে শক্তি নাই, দেখে রাখার মতো নাই কোন আপনজন !
আর তাই তার ঠাঁই হয়েছে ফুট ওভারব্রিজের উপরে !
আমাদের স্বেচ্ছাসেবকেরা ওনার আপনজনের তালিকায় যায়গা করে নিয়েছে। আর তাই তো এক টাকার বিনিময়ে খাবার বেচা কেনার ফাঁকে চলছে পরস্পরের কুশলাদি বিনিময়!
সমাজে এই বয়সের কিছু মানুষ রয়েছে যারা কাজ করতে পারেননা, আয় করতে পারেন না, অনেকে এনাদের বোঝা মনে করলেও, আমরা সামাজিক দায়িত্ব মনে করি। আর তাই আমরা মাত্র এক টাকার বিনিময়ে ওনাদের কাছে খাবার বিক্রি করে থাকি।
খাবার রান্না করতে যতো টাকা খরচ হোক, সেই খাবার আমরা মাত্র এক টাকায় বিক্রয় করছি। সেবামুলক এইরকম নানাবিধ কর্মসুচী চলছে ২০১২ সাল থেকে।
ভিজুয়াল স্টোরী টেলার
#প্রজেক্ট_একটাকায়_খাবার
ছবির হাট সংস্থার একটি প্রজেক্ট

শুভ জন্মদিন শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার সুরঞ্জনা মায়া মেডাম শুভ জন্মদিন নাগরিক সাংবাদিক বাংলাদেশ

আজ নাগরিক সাংবাদিক বাংলাদেশর এর জন্মদিন। আজকেই জন্ম নিল নাগরির সাংবাদিক বাংলাদেশ। ঠিক আজকের দিনটায় জন্ম নিয়েছেল শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার সুরঞ্জনা মায়া মেডাম। জানিনা আজ উনার কতো তম জন্মদিন। শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার সুরঞ্জনা মায়া মেডামকে ও উনার জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে আজকের এই দিনটায় নাগরিক সাংবাদিক বাংলাদেশ  উদ্বোধন ঘোষণা করছি। শুভ জন্মদিন শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার সুরঞ্জনা মায়া মেডাম শুভ জন্মদিন নাগরিক সাংবাদিক বাংলাদেশ। শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার সুরঞ্জনা মায়া মেডাম ও উনার জন্মদিনকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন পূর্বক শিরোনামে আগে "শুভ জন্মদিন শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার সুরঞ্জনা মায়া মেডাম" এবং পরে "জন্মদিন নাগরিক সাংবাদিক বাংলাদেশ" উল্লেখ করেছি।

ছোটবেলা থেকেই আমাদের তিন ভাইবোন, আব্বার জন্মদিন পালন হতো। আম্মারটা হতোনা। আমার উচ্চ শিক্ষিত নানা দেশ, জাতি, আত্মিয় সবাইকে শিক্ষার আলো দিতে গিয়ে সন্তানদের জন্ম তারিখ লিপিবদ্ধ করতে হয়তো ভুলে গিয়েছিলেন। আম্মা বলতেন উনার জন্ম ফাল্গুনে। আম্মার জন্মদিন পালন হতোনা, এটা নিয়ে ছোটবেলায় কখনো কোনো মনোবেদনা হতোনা। আম্মাদের আবার জন্মদিন হয় নাকি? বাল্যে, কৈশোরে কখনো কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন হয়নি। অজস্র মানুষের শুভেচ্ছা বার্তাও পাইনি। আম্মার হাতের পায়েস, কখনো বা নতুন একটা জামা ( খুবই কম ) আর সকালে উঠেই সাবধানবানী " আজ কিন্তু জন্মদিন, খবরদার! এমন কিছু করিসনা যে মার খেতে হয়"! আব্বা, ভাই, বোন জানতো আমার জন্মদিন। কিন্তু মুখ ফুটে "হ্যাপি বার্থডে" বলার চল ছিলোনা আমাদের মধ্যবিত্ত্ব পরিবারে। জন্মদিনে পায়েস খেয়ে দিন শুরু হতো। দুপুরে হতো মাংস, ভাত। তখন মাংস সপ্তাহে এক আধ দিন খাওয়া হতো। তাই সপ্তাহের রুটিন ভেংগে আরেকদিন বাড়তি মাংস খেতে পারাটাই আমাদের জীবনে অনেক আনন্দদায়ক ছিলো। আব্বার জন্মদিনে আম্মা পায়েস ছাড়াও এক প্যাকেট সিগারেট দিতেন। আমি ভোরে উঠেই পাড়ার বাগান থেকে ফুল চুরি ( না বলে নিলে, সেটা তো চুরিই হয়, না কি? ) করে তোড়া বেধে আম্মার হাতে দিতাম। সিগারেটের প্যাকেট, ফুলের তোড়া, নিদেন পক্ষে একটি গোলাপ ঘুম থেকে উঠেই আব্বা পেতেন। কৈশোরে টিফিনের আট আনা পয়সা জমিয়ে জমিয়ে আব্বাকে " রবীন্দ্র-রচনাবলী দিয়েছিলাম কয়েক বছর। ছোট বোনটা আম্মার কোলপোঁছা, অতি আদুরে, ওর প্রথম জন্মদিনে পাড়ার বেশ কয়েকজন বাচ্চাদের বাসায় ডেকে পায়েসের সংগে ময়মনসিংহের বিখ্যাত মালাইকারী আরো অনেক কিছু খাওয়ানো হলেও কেক কাটা হয়নি, এটা মনে আছে। আম্মা, আব্বার বিবাহ বার্ষিকিতে আমরা ফুল এনে, আব্বা, আম্মাকে ছোট খাটো উপহার দিতাম। এ সবই ছিলো আমাদের পারিবারিক উৎসব। সন্তানেরা বড় হবার আগ পর্যন্ত আম্মা, আব্বা, ভাই, বোন ছাড়া আর কেউ আমার জন্মদিনের কথা মনেই করতোনা। কুম্ভকর্ণ বেচারা নিজের জন্মদিনই মনে রাখতে পারতোনা। আর মাতৃহীন, ছন্নছাড়া পরিবারে সে এসবে অভ্যস্ত্বও ছিলোনা। সন্তানেরা বড় হবার পর জন্মদিনে প্রথম কেক কেটেছি, মোমবাতিও ফু দিয়ে নিভিয়েছি। সবাই আনন্দ পেয়েছে। আমিও যে পাইনি তা বলবোনা। এখনও মায়িশার লুকিয়ে আনা কেক কাটি। কিন্তু তা শুধু মাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। ২০০৭ এ ফেসবুক, ২০০৮ এ ব্লগ....তারপর থেকে জন্মদিনে ব্লগে, ফেসবুকে আত্মিয়, বন্ধু, স্বজন, কাছের মানুষ সবার এতো এতো শুভেচ্ছা পাই, আমার চোখ ভিজে যায়। এখন অবশ্য ব্লগে নেই। কিন্তু আমার সহ ব্লগাররা অনেকেই আমার ফেসবুকে আছেন। এবারও আমার জন্মদিনে ফেসবুক ফ্রেন্ড, আমার আত্মিয়, রক্তিয়, সবার এতো এতো শুভেচ্ছায় আমি ভেসে গিয়েছি। আমি খুব সাধারন, নগন্য একজন মানুষ।তাই অজস্র শুভেচ্ছা ফোনে, ফেসবুক ওয়াল, ইনবক্সে এসেছে আমি চেষ্টা করেও হয়তো সবাইকে ধন্যবাদ জানাতে পারিনি। আমার এ অক্ষমতা আপনারা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। সবাইকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।

লেখকঃ সুরঞ্জনা মায়া

    সুরঞ্জনা মায়া

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

ভয়াবহ বন্যা আসামে...প্রভাব পরছে বাংলাদেশে

নাগরিক সাংবাদিক বাংলাদেশ - নাগরিক দায়বদ্ধতার দ্বায়... আপনিও যোগ দিন...


আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

নাগরিক সাংবাদিক বাংলাদশ-নাগরিক সাংবাদিক বাংলাদেশ - নাগরিক দায়বদ্ধতার দ্বায়... আপনিও যোগ দিন...
নাগরিক সাংবাদিকতার আদি আমেরিকা থেকে বর্তমান বাংলাদেশ | মতামত
২৮ অক্টোবর, ২০১৮ - নাগরিক সাংবাদিকতা ইন্টারনেট আশীর্বাদপুষ্ট নাগরিকের মত প্রকাশের অনন্য সংযোজন। গত কয়েক বছরে বাংলাদেশের অনলাইনে নাগরিক সাংবাদিকতার উচ্চারণ ঘটেছে ধাপে ধাপে এবং এই মুহূর্তে বিগত বছরের চেয়ে এর চর্চা ও জনপ্রিয়তা সর্বাধিক। যদিও নাগরিক সাংবাদিকতার তাত্ত্বিক ও শেকড় নিয়ে ধারনাটা এই বলয়ের বাইরের গোষ্ঠীর
নাগরিক সাংবাদিকদের মুখোমুখি নগরপ্রধান -
১৬ ফেব, ২০১৭ - বাংলাদেশে নাগরিক সাংবাদিকতাভিত্তিক ব্লগের পথিকৃৎ 'ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' এর ছয় বছর পূর্তির মিলনমেলায় নাগরিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন স্বয়ং নগরপ্রধান মোহাম্মদ সাঈদ খোকন। ... সংবাদমাধ্যমের স্বাধীনতা: দক্ষিণ এশিয়ায় 'সবচেয়ে পিছিয়ে' বাংলাদেশ ...
সাইমন ড্রিং - উইকিপিডিয়া
সাইমন_ড্রিং
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর জঘন্য ও নৃশংসতার বিবরণ দৈনিকে তুলে ধরে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। ... সায়মন ড্রিং বাংলাদেশের গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশী সাংবাদিক যিনি নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন তৈরী করে সারা বিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানী ...
সিটিজেন জার্নালিজম বা জন-সাংবাদিকতা -
১২ জুন, ২০১৬ - সিটিজেন জার্নালিজমের মাধ্যমে একজন সচেতন নাগরিক তার নিজের জ্ঞান ও সৃজনশীলতা সমাজের প্রয়োজনে নিয়োজিত করতে পারেন। আর তাই, সাংবাদিকতার কোনো .... আগ্রহ, সচেতনতা ও জনকল্যাণমূলক বিবেককে পাথেয় করে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন জন-সাংবাদিক হিসেবে যাত্রা শুরু করা এখন সময়ের দাবি। তবে এরই মধ্যে আমাদের সামনে ...
সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে 'নাগরিক সাংবাদিকতা ...
সাংবাদিকতায়-নতুন-মাত্রা-যোগ-করবে-...
সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার কল্যাণে আজ বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর যেকোনো প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাৎক্ষণিক জানার সুযোগ তৈরি হচ্ছে। ... বৈঠকে 'নিউ মিডিয়া, নিউ হোরাইজন সিটিজেন জার্নালিজম ইন বাংলাদেশ' বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিকের মতামতের ভিত্তিতে প্রণীত একটি গবেষণা ...
সরকার কেমন সাংবাদিকতা চায় - মতামত › বিবিধ
১২ ডিসেম্বর, ২০১৭ - এর কারণ হিসেবে রিপোর্টার্স উইদাউট বর্ডারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে বাংলাদেশ সরকার তার সমালোচনাকারী ও সাধারণভাবে সংবাদমাধ্যমের ব্যাপারে আরও শক্ত অবস্থান ... এ ছাড়া প্রত্যেক সচেতন ও স্বাধীনচেতা নাগরিকের মতো সাংবাদিকদের মাথার ওপরও অদৃশ্য খাঁড়ার মতো ঝুলে রয়েছে 'নিখোঁজ' হয়ে যাওয়ার ভয়।
গবেষণাকর্ম - প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-গণপ্রজাতন্ত্রী ...
গবেষণাকর্ম
বাংলাদেশ টেলিভিশনে বাংলায় রূপান্তর করে প্রচারিত বিদেশী সিরিজ সম্পর্কে দর্শক-শ্রোতাদের মতামত। ... বাংলাদেশের সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের অবস্থা। ... সংবাদপত্রের ভূমিকা; টেলিভিশনে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার : নাগরিক জীবনে সামাজিক-সাংস্কৃতিক প্রভাব; বাংলাদেশের সংবাদপত্রে সংখ্যালঘু নিপীড়নঃ সংবাদপত্রে প্রতিফলন ...
নাগরিক সাংবাদিক |
নাগরিক সাংবাদিক
নাগরিক সাংবাদিক ... নিবন্ধ ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না —নাগরিক সাংবাদিকতা মানে রাস্ট্রের সচেতন ও সাহসী নাগরিকদের “সক্রিয় ভূমিকা পালন করে দেশের স্বার্থের পরিপন্থি , দুর্নীতি ... স্বতস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণমানুষের খবর ও তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রচারে অংশগ্রহণ করাই হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক … ... হাইকোর্টের তিন জ্যেষ্ঠ বিচারপতিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে নিয়োগ ...
চাদাবাজী. , নাগরিক সাংবাদিকতার চর্চা ...
চাদাবাজী
... সেবার শর্তাবলী. চালান নীতি; আমার অ্যাকাউন্ট; শর্তাবলী; গোপনীয়তা নীতি; ক্ষতিপূরণ. আমাদের সাথে যোinfo@hrsoftbd.com. ২০১৮ © কপিরাইট দিনাজপুরনিউজ২৪ ডটকম - এর দ্বারা সকল স্বত্ব সংরক্ষিত। Hit
সাংবাদিকের ডায়েরি | সমাজ সংস্কৃতি |
সাংবাদিকের-ডায়েরি
সংবাদের খোঁজে প্রতিমুহূর্তেই ঘুরে ফিরছে সাংবাদিকরা৷ সেই ঘোরাঘুরির মাঝেই চোখে পড়ে অনেক কিছু, যা হয়ত সংবাদ নয় কিন্তু সাংবাদিক মন লিখতে চায়৷ জানাতে চায় তার ... যেসব দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে থাকেন, সে তালিকায় বাংলাদেশ পঞ্চম৷ এদের বেশিরভাগই প্রবাসে শ্রম দিয়ে রক্ত পানি করা অর্থ দেশে পাঠান৷ তাঁদের এই অর্থের ...... বিতর্কের জন্ম দিচ্ছে৷ গুটিকয়েক পুলিশ সদস্যের নীতিভ্রষ্টতার কারণে এমন অভিযোগ পুরো পুলিশ বাহিনীর উপর এসে ...
সার্চগুলি নাগরিক সাংবাদিক বাংলাদেশ-এর সাথে জড়িত
বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল
মুক্তিযুদ্ধের কাহিনী
মুক্তিযুদ্ধের প্রবন্ধ
মুক্তিযুদ্ধ কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা

নাগরিক সাংবাদিকতা প্রচলিত সাংবাদিকতার ধারণাকে বদলে দেবে




আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

সিটিজেন জার্নালিজম বা জন-সাংবাদিকতা - ১২ জুন, ২০১৬ - বিজ্ঞাপন নির্ভর বাণিজ্যিক মডেলে পরিচালিত মূল ধারার গণমাধ্যমের একাংশের আধেয় তৈরি ও প্রচারের নানা মাত্রিক দৃষ্টিভঙ্গির প্রভাব মুক্ত জন-সাংবাদিকতা আজ সাধারণ মানুষের কাছে প্রকৃত মাধ্যম ... সিটিজেন জার্নালিজমের মাধ্যমে একজন সচেতন নাগরিক তার নিজের জ্ঞান ও সৃজনশীলতা সমাজের প্রয়োজনে নিয়োজিত করতে পারেন। নাগরিক সাংবাদিকতার আদি আমেরিকা থেকে বর্তমান বাংলাদেশ | মতামত পেশাদার সাংবাদিকতা এবং নাগরিক সাংবাদিকতার মধ্যে আধিপত্যের সাক্ষর রাখে পেশাদার সাংবাদিকতা। পেশাদার সাংবাদিকতা (Professional Journalism) মূলধারার গণমাধ্যমের স্বীকৃত পরিবেশনা। আর নাগরিক সাংবাদিকতা পরিচিতি পায় অনলাইন যুগের নাগরিক কণ্ঠস্বরে বিকল্প গণমাধ্যম নাগরিক সাংবাদিকতা, দায়িত্বশীলতা | মতামত - এক বছর আগে আমরা যখন আমাদের বাংলা ব্লগ নতুন করে শুরু করেছিলাম তখন ঠিক করে নিয়েছিলাম, এই ব্লগ অন্য আর পাঁচটি ব্লগের মত হবেনা। এখানে ব্লগাররা শুধুই তাদের মতামত দেবেন না, শুধুই অন্য কোন ঘটনা, কোন বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন না; তারা তথ্যও দেবেন। তারাও একধরণের সাংবাদিকতা করবেন। সাংবাদিকতা নিয়ে কথা বলতে গেলে, একটা কথা প্রায়ই ... সিটিজেন জার্নালিজম - উদ্ভাবক.কম সিটিজেন-জার্নালিজম/ ১৫ অক্টোবর, ২০১৬ - সিটিজেন জার্নালিজম কি এই প্রশ্নের উত্তর হলো -স্বতস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণমানুষের খবর ও তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রচারে অংশগ্রহণ হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা/জন-সাংবাদিকতা। যারা আদতে জার্নালিস্ট নয় এমন আম জনতার জার্নালিজম বলে অনেকে একে কামারের কাজ কুমোরকে দিয়ে করানোর ... নাগরিক সাংবাদিকতা | › নাগরিক সাংবাদিকতা ৬ জানু, ২০১৯ - আবার সচেতন ইন্দ্রিয়ের নাগরিকই কাঙ্খিত নাগরিক সাংবাদিক । নাগরিক সাংবাদিকরা মুলত পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন গোপন তথ্য প্রদান করে কোন ইনভেস্টিগেশন শুরু বা শেষ করতে সাহাজ্য করেন । গণমাধ্যমে যারা পাঠক, দর্শক ও শ্রোতা হিসেবে বিবেচিত হন তারাই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের তথ্য-উপাত্ত আদান প্রদান ... নাগরিক সাংবাদিকতা | জকিগঞ্জ অনলাইন::: নাগরিক সাংবাদিকতা. তথ্য অন্যের কাছে পৌঁছে দেওযার জন্য মানুষ যে অন্তর্জালের সাহায্য নিচ্ছে বা অন্তর্জাল নিজেই তথ্যকে পৌঁছে দেওযার মাধ্যম হিসেবে কাজ করছে, সেটা ক্রমশ বাড়ছে, মানুষ তথ্য পেতে চায়। । এজন্য অনেক কিছু করতে চায়। তারপরও তথ্য সবার কাঙ্খিত। কেন তথ্য দরকার এটা দেখতে গেলে দেখা যাবে, মানুষ চায় নতুন কিছু জানতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের সাংবাদিকতা: দরকারি নাকি ... ৭ মে, ২০১৮ - কোনো এক স্থানে বড় কোনো ঘটনা ঘটেছে, সংবাদমাধ্যম এখনো ঘটনাস্থলে পৌঁছে সরাসরি সম্প্রচার শুরু করতে পারেনি। কিন্তু এরইমধ্যে জনৈক ব্যক্তি ফেসবুক মারফত ঘটনাস্থলের খবর ছড়ানো শুরু করেছেন। হয়তোবা ফেসবুকে লাইভ প্রচারও করছেন। সাধারণ একজন নাগরিকের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করার ব্যাপারটা বেশ দারুণ বলেই বিবেচিত ... সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে 'নাগরিক সাংবাদিকতা ...সাংবাদিকতায়-নতুন-মাত্রা-যোগ-করবে-... ঢাকা: সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার কল্যাণে আজ বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর যেকোনো প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাৎক্ষণিক জানার সুযোগ তৈরি হচ্ছে। এতে সাংবাদিকতার ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। রোববার কারওয়ান বাজারের টিকে ভবনে জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (যাত্রী) ... নাগরিক সাংবাদিকতা নাগরিক সাংবাদিকতা নাগরিক সাংবাদিকতা. নাগরিক সাংবাদিকতা কি,কেন,কিভাবে তা প্রচার ও প্রকাশে নিবেদিত. নাগরিক সাংবাদিকতা ও দায়বদ্ধতা | পাঠকের অভিমত | ১১ আগস্ট, ২০১৮ - পলাশ রায় নাগরিক সাংবাদিকতার সূচনা পাশ্চাত্যের দেশগুলোতে প্রযুক্তি সভ্যতার অগ্রযাত্রায় বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে। এখন বাংলাদেশেও এ সাংবাদিকতা ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে। একে জন-সাংবাদিকতাও বলা হয়। সমাজের অসঙ্গতি কিংবা সমস্যা সমাধানে পৃথিবীজুড়ে বিশেষ ভূমিকা রাখছে এ ...