আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক
মোবাইল সাংবাদিকতার ভবিষ্যৎ উজ্জ্বল -মতামত › সাক্ষাৎকার ১৯ জুন, ২০১৯ - ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার সাংবাদিক ইউসুফ ওমর সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গণমাধ্যম 'হ্যাশট্যাগ আওয়ার স্টোরিজ'–এর সহযোগী প্রতিষ্ঠাতা। সিএনএনে সিনিয়র সোশ্যাল মিডিয়া রিপোর্টার ও হিন্দুস্তান টাইমস-এ মোবাইল এডিটর হিসেবে কাজ করেছেন। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে প্রথম আলোর কার্যালয় পরিদর্শন ... মোবাইল সাংবাদিকতায় বাংলাদেশের সম্ভাবনা - ২৬ মার্চ, ২০১৫ - মোবাইল প্রযুক্তি ব্যবহার করে দেশের গণমাধ্যমগুলো তাদের কনটেন্ট পরিষেবা আরও বাড়াতে পারে। চর্চা করতে পারে মোবাইল সাংবাদিকতা। একজন সাংবাদিক, যিনি স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ইলেকট্রনিকস প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের কাজ করে থাকেন, তাঁকেই 'মোবাইল সাংবাদিক' বা সংক্ষেপে মোজো ... মোবাইল সাংবাদিকতা - উইকিপিডিয়া মোবাইল_সাংবাদিকতা মোবাইল সাংবাদিকতা বর্তমানে দ্রুত এবং জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম যার সহায়তায় প্রতিবেদক বিভিন্ন ধরনের বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে এবং ইন্টারনেটের ... একজন প্রতিবেদকের মতোই বিভিন্ন সময়ে mojos বা মোবাইল সাংবাদিক, ফ্রিল্যান্স সাংবাদিকও হতে পারেন যিনি ডিজিটাল ক্যামেরা এবং ক্যামকর্ডার, ল্যাপটপ, কম্পিউটার, ... মোবাইল সাংবাদিকতা গাইড: যেভাবে আপনিও হতে পারেন মোজো! মোবাইল-সাংবাদিকতা-গাইড/ জিআইজেএনের মোজো ওয়ার্কিং কলামে মোবাইল ডিভাইস ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির নানান পরামর্শ দেয়া হয়েছে। আমাদের বিশেষজ্ঞ ইভো বুরাম অস্ট্রেলিয়া-ভিত্তিক একজন পুরষ্কারজয়ী সাংবাদিক। টিভি প্রযোজক, লেখক, নির্দেশক এবং নির্বাহী প্রযোজক হিসেবে তাঁর রয়েছে ৩০ বছরের অভিজ্ঞতা। বুরাম জিআইজেএন সম্মেলনগুলোতে নিয়মিত ... বিভিন্ন সাংবাদিকদের মোবাইল নম্বর - সাদুল্লাপুর উপজেলা প্রভাতের আলোসংবাদ কণিকাছবি. সাংবাদিকদের নাম ও মোবাইল নম্বর - দেবীগঞ্জ উপজেলা debiganj.panchagarh.gov.bd/.../সাংবাদিকদের%20নাম%20ও%20মোবাইল%2... পাতা ক্রমিক নং নাম গ্রাম পদবী পত্রিকা মোবাইল 01 মোঃ জাকির হোসেন (রাজু) সবুজ পাড়া, দেবীগঞ্জ,পঞ্চগড়। সাংবাদিক ইত্তেফাক,করতোয়া, The Independent 01711479961 02 মোঃ. রাবিতে আসছেন বিশ্বখ্যাত মোবাইল সাংবাদিক ইউসুফ ওমর - অনুধ্যান www.anudhyanmcj.com/রাবিতে-আসছেন...মোবাইল-সাংবাদিক...ওমর/95 আন্তর্জাতিক পুরষ্কার বিজয়ী বিখ্যাত দুই মোবাইল সাংবাদিক ইউছুফ ওমর এবং সুমাইয়া ওমর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোবাইল জার্নালিজম বিষয়ক কর্মশালা পরিচালনা করতে আসছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে আগামি ২৫শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিনস ... মোবাইল সাংবাদিক সার্চগুলি মোবাইল সাংবাদিক-এর সাথে জড়িত মোবাইল জার্নালিজম ঢাকার সাংবাদিকদের মোবাইল নাম্বার সাংবাদিকদের মোবাইল নম্বর সাংবাদিক মোবাইল নাম্বার বাংলাদেশ সাংবাদিক মোবাইল নাম্বার সাংবাদিকদের মোবাইল নাম্বার ঢাকা সাংবাদিকের ফোন নাম্বার সাংবাদিকতার সংজ্ঞা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন