নোটিস বোর্ড

আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক

আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক "নাগরিক সাংবাদিক বাংলাদেশ" এর স্পর্শে। নগর ও নাগরিক সমস্যা সহ যে কোন বিষয়ে আপনার লেখে ছবি...

সোমবার, ১৫ জুলাই, ২০১৯

নাগরিক সাংবাদিকতা প্রচলিত সাংবাদিকতার ধারণাকে বদলে দেবে




আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

সিটিজেন জার্নালিজম বা জন-সাংবাদিকতা - ১২ জুন, ২০১৬ - বিজ্ঞাপন নির্ভর বাণিজ্যিক মডেলে পরিচালিত মূল ধারার গণমাধ্যমের একাংশের আধেয় তৈরি ও প্রচারের নানা মাত্রিক দৃষ্টিভঙ্গির প্রভাব মুক্ত জন-সাংবাদিকতা আজ সাধারণ মানুষের কাছে প্রকৃত মাধ্যম ... সিটিজেন জার্নালিজমের মাধ্যমে একজন সচেতন নাগরিক তার নিজের জ্ঞান ও সৃজনশীলতা সমাজের প্রয়োজনে নিয়োজিত করতে পারেন। নাগরিক সাংবাদিকতার আদি আমেরিকা থেকে বর্তমান বাংলাদেশ | মতামত পেশাদার সাংবাদিকতা এবং নাগরিক সাংবাদিকতার মধ্যে আধিপত্যের সাক্ষর রাখে পেশাদার সাংবাদিকতা। পেশাদার সাংবাদিকতা (Professional Journalism) মূলধারার গণমাধ্যমের স্বীকৃত পরিবেশনা। আর নাগরিক সাংবাদিকতা পরিচিতি পায় অনলাইন যুগের নাগরিক কণ্ঠস্বরে বিকল্প গণমাধ্যম নাগরিক সাংবাদিকতা, দায়িত্বশীলতা | মতামত - এক বছর আগে আমরা যখন আমাদের বাংলা ব্লগ নতুন করে শুরু করেছিলাম তখন ঠিক করে নিয়েছিলাম, এই ব্লগ অন্য আর পাঁচটি ব্লগের মত হবেনা। এখানে ব্লগাররা শুধুই তাদের মতামত দেবেন না, শুধুই অন্য কোন ঘটনা, কোন বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন না; তারা তথ্যও দেবেন। তারাও একধরণের সাংবাদিকতা করবেন। সাংবাদিকতা নিয়ে কথা বলতে গেলে, একটা কথা প্রায়ই ... সিটিজেন জার্নালিজম - উদ্ভাবক.কম সিটিজেন-জার্নালিজম/ ১৫ অক্টোবর, ২০১৬ - সিটিজেন জার্নালিজম কি এই প্রশ্নের উত্তর হলো -স্বতস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণমানুষের খবর ও তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রচারে অংশগ্রহণ হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা/জন-সাংবাদিকতা। যারা আদতে জার্নালিস্ট নয় এমন আম জনতার জার্নালিজম বলে অনেকে একে কামারের কাজ কুমোরকে দিয়ে করানোর ... নাগরিক সাংবাদিকতা | › নাগরিক সাংবাদিকতা ৬ জানু, ২০১৯ - আবার সচেতন ইন্দ্রিয়ের নাগরিকই কাঙ্খিত নাগরিক সাংবাদিক । নাগরিক সাংবাদিকরা মুলত পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন গোপন তথ্য প্রদান করে কোন ইনভেস্টিগেশন শুরু বা শেষ করতে সাহাজ্য করেন । গণমাধ্যমে যারা পাঠক, দর্শক ও শ্রোতা হিসেবে বিবেচিত হন তারাই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের তথ্য-উপাত্ত আদান প্রদান ... নাগরিক সাংবাদিকতা | জকিগঞ্জ অনলাইন::: নাগরিক সাংবাদিকতা. তথ্য অন্যের কাছে পৌঁছে দেওযার জন্য মানুষ যে অন্তর্জালের সাহায্য নিচ্ছে বা অন্তর্জাল নিজেই তথ্যকে পৌঁছে দেওযার মাধ্যম হিসেবে কাজ করছে, সেটা ক্রমশ বাড়ছে, মানুষ তথ্য পেতে চায়। । এজন্য অনেক কিছু করতে চায়। তারপরও তথ্য সবার কাঙ্খিত। কেন তথ্য দরকার এটা দেখতে গেলে দেখা যাবে, মানুষ চায় নতুন কিছু জানতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের সাংবাদিকতা: দরকারি নাকি ... ৭ মে, ২০১৮ - কোনো এক স্থানে বড় কোনো ঘটনা ঘটেছে, সংবাদমাধ্যম এখনো ঘটনাস্থলে পৌঁছে সরাসরি সম্প্রচার শুরু করতে পারেনি। কিন্তু এরইমধ্যে জনৈক ব্যক্তি ফেসবুক মারফত ঘটনাস্থলের খবর ছড়ানো শুরু করেছেন। হয়তোবা ফেসবুকে লাইভ প্রচারও করছেন। সাধারণ একজন নাগরিকের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করার ব্যাপারটা বেশ দারুণ বলেই বিবেচিত ... সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে 'নাগরিক সাংবাদিকতা ...সাংবাদিকতায়-নতুন-মাত্রা-যোগ-করবে-... ঢাকা: সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার কল্যাণে আজ বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর যেকোনো প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাৎক্ষণিক জানার সুযোগ তৈরি হচ্ছে। এতে সাংবাদিকতার ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। রোববার কারওয়ান বাজারের টিকে ভবনে জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (যাত্রী) ... নাগরিক সাংবাদিকতা নাগরিক সাংবাদিকতা নাগরিক সাংবাদিকতা. নাগরিক সাংবাদিকতা কি,কেন,কিভাবে তা প্রচার ও প্রকাশে নিবেদিত. নাগরিক সাংবাদিকতা ও দায়বদ্ধতা | পাঠকের অভিমত | ১১ আগস্ট, ২০১৮ - পলাশ রায় নাগরিক সাংবাদিকতার সূচনা পাশ্চাত্যের দেশগুলোতে প্রযুক্তি সভ্যতার অগ্রযাত্রায় বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে। এখন বাংলাদেশেও এ সাংবাদিকতা ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে। একে জন-সাংবাদিকতাও বলা হয়। সমাজের অসঙ্গতি কিংবা সমস্যা সমাধানে পৃথিবীজুড়ে বিশেষ ভূমিকা রাখছে এ ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন