নোটিস বোর্ড

আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক

আপনিও হয়ে উঠুন আপনি নাগরিক সাংবাদিক "নাগরিক সাংবাদিক বাংলাদেশ" এর স্পর্শে। নগর ও নাগরিক সমস্যা সহ যে কোন বিষয়ে আপনার লেখে ছবি...

বুধবার, ১৭ জুলাই, ২০১৯

ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পরেছিলো বাচ্চাটি

এরকম দৃশ্য আমাদের কাছে নতুন নয় কিন্তু তারপরও দৃশ্যটি আমাদের কাছে বরাবরের মতোই অসাধারন বলে মনে হয়।

ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পরেছিলো বাচ্চাটি ! আমাদের স্বেচ্ছাসেবকেরা নিয়মিতভাবে এই স্পটে খাবার দিয়ে থাকে, তারা যখন এই স্পটে পৌঁছায় তখন বাচ্চাটি গভীর ঘুমে মগ্ন ! বাচ্চার মায়ের হাতে খাবারের প্যাকেট দেওয়ার পরে তিনি খাবারের বক্সটি ঘুমন্ত বাচ্চার পাসে রেখে দেন এই আশায়, যেন তার সোনামনিটা ঘুম থেকে উঠে চোখের সামনে খাবার দেখে আনন্দিত হয় !

এরকম সারপ্রাইজিং ঘটনা আমরা এর আগেও দেখেছি ! আমরা দেখেছি দারীদ্রতা মানুষের সব কিছু কেড়ে নিলেও মায়ের মমতার কাছে হাড় মেনেছে।

ভিজুয়াল স্টোরী টেলার
#প্রজেক্ট_একটাকায়_খাবার
ছবির হাট সংস্থার একটি প্রজেক্ট
লেখক নাগরিক সাংবাদিক সুরঞ্জনা মায়া
#প্রজেক্ট_এক-টাকায়_খাবার
#প্রজেক্ট_এক-টাকায়_খাবার
আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন