![]() |
লেখক ইফতেখার হোসাঈন শামীম |
আমার স্পষ্ট মনে আছে, যখন ক্লাস সিক্স, সেভেন এবং এইটে পড়তাম, তখন বাংলাসাহিত্যের অধিকাংশ বই'ই পাঠ করেছি। ট্র্যাজেডির বইগুলো পড়ার সময় আমি ভীষণ কাদঁতাম, চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরতো।
আজ দীর্ঘদিন পর মনে হলো, আমি সেই দিনগুলোতে ফিরে গেছি। অথচ শেষ দুই বছরে আমি কান্না'কে ভুলে গিয়েছিলাম।
যত'ই শোক কিংবা বিরহ আসুক, কাঁদতে পারতাম না।
ধন্যবাদ শরৎবাবু, আমাকে কৈশোরে নিয়ে যাওয়ার জন্য।
আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন