নাগরিক সাংবাদিক বাংলাদেশ / Citizen journalist Bangladesh
আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক
যতোদিন পর্জন্ত শরীরে শক্তি ছিলো তিনি কাজ করে উপার্জন করেছেন। এখন শরীরে শক্তি নাই, দেখে রাখার মতো নাই কোন আপনজন !
আর তাই তার ঠাঁই হয়েছে ফুট ওভারব্রিজের উপরে !
আমাদের স্বেচ্ছাসেবকেরা ওনার আপনজনের তালিকায় যায়গা করে নিয়েছে। আর তাই তো এক টাকার বিনিময়ে খাবার বেচা কেনার ফাঁকে চলছে পরস্পরের কুশলাদি বিনিময়!
সমাজে এই বয়সের কিছু মানুষ রয়েছে যারা কাজ করতে পারেননা, আয় করতে পারেন না, অনেকে এনাদের বোঝা মনে করলেও, আমরা সামাজিক দায়িত্ব মনে করি। আর তাই আমরা মাত্র এক টাকার বিনিময়ে ওনাদের কাছে খাবার বিক্রি করে থাকি।
খাবার রান্না করতে যতো টাকা খরচ হোক, সেই খাবার আমরা মাত্র এক টাকায় বিক্রয় করছি। সেবামুলক এইরকম নানাবিধ কর্মসুচী চলছে ২০১২ সাল থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন