লেখক সুরঞ্জনা মায়া |
দেশের উত্তরাঞ্চলে চলছে ভয়াল বন্যা, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডুবে আছে পানিতে।
এই বাচ্চাটা জীবনের ঝুকি নিয়ে তার মায়ের সাথে আজ এভাবে খাবার সংগ্রহের জন্য এসেছিলো।
দুর থেকে বার বার চিৎকার করে সে আমাদের দৃস্টি আকর্ষন করার চেস্টা করছিলো আর কেদে ফেলেছিলো, যেন তাকে খাবার না দিয়ে আমরা ফেরত চলে না আসি।
আমাদের স্বেচ্ছাসেবকেরা শিশুটির কান্না শুনতে পেয়েছিলো, তাকে খালি হাতে ফেরত যেতে হয়নি। খাবারের পেকেট তার হাতে তুলে দেয়ার পরে সে এভাবে আমাদের হাত ছুয়ে কৃতজ্ঞতা জানায়।
নাগেশ্বরী দেশের বর্ডার এলাকায় অবস্থিত, এর একদিকে ভারতের আসাম অন্য দিকে কুচবিহার। দুর্গম অঞ্চল হওয়ায় এই এলাকায় ত্রান পৌছায় না বললেই চলে। এধরনের শিশু সহ আরো নানান বয়সের মানুষ খাদ্যের সমস্যায় আক্রান্ত হয়ে কস্ট পাচ্ছে।
তাই আমাদের স্বেচ্ছাসেবকেরা ত্রান বিতরন করার জন্য এই এলাকা বেছে নিয়েছে।
হোক এলাকা দুর্গম,
হোক কঠিন কাজ,
আমরা কাজ করে যাচ্ছি এই অসহায় মানুষগুলোর জন্য।
ভিজুয়াল স্টোরী টেলার
#প্রজেক্ট_একটাকায়_খাবার
ছবির হাট সংস্থার একটি প্রজেক্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন