লেখক মোঃ মামুন শেখ |
আপনার পাশে একজন কে ধর্ষণ করতেছে আপনি দেখতেছেন ভয়ে কিছু বলতেছেন কারণ আপনি জানেন যারা জনসম্মুখে ধর্ষণ করতে পারে, তারা আর যাই হোক কতটা শক্তিশালী হতে পারে তা বলার অপেক্ষা রাখে না??
আপনার পাশে একজন মানুষকে কে হত্যা করতেছে আপনি দেখতেছেন ভয় কিছু বলতেছেন কারণ আপনি জানেন যারা জনসম্মুখে হত্যা করতে পারে,তারা আর যাই হোক কতটা শক্তিশালী হতে তা বলার অপেক্ষা রাখে না? ?
আর একজন মা তার ছোট একটা শিশু সন্তানের ভর্তি খবর শোনার জন্য স্কুলে গেল,আপনারা গলা কাটা বলে গনপিটুনী দিলেন,তাও তাকে মৃত্যু নিশ্চিত না হওয়া পযন্ত তাকে পৈশাচিক ভাবে মারলেন, ভিডিও দেখে মনে হচ্ছিল কোন এক আনন্দ উৎসবের রোল পড়েছে ,এই হলো সমাজ,এই হলো বাংলাদেশ ৷এখানে খুনি সন্ত্রাসী,ধর্ষণরা বুক ফুলে ঘুরে বেড়াই আর আর অসহায় মা গনপিটুনিতে রাস্তায় মারা পড়ে এবং এখানে আপনি সকালে রাস্তায় বের হবেন কিন্তু কোন নিশ্চয়তা নাই যে আপনি রাতে বাড়ি ফিরতে পারবেন কি না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন